Rajasthan | প্রশিক্ষণ চলাকালীন ঘাড়ে পড়ল ২৭০ কেজির রড! মর্মান্তিক পরিণতি সোনাজয়ী পাওয়ারলিফটারের  

Rajasthan | প্রশিক্ষণ চলাকালীন ঘাড়ে পড়ল ২৭০ কেজির রড! মর্মান্তিক পরিণতি সোনাজয়ী পাওয়ারলিফটারের  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ঘাড়ে পড়ল ২৭০ কেজির রড (Rod)। আর তাতেই মৃত্যু হল ১৭ বছর বয়সি সোনাজয়ী ভারতীয় পাওয়ারলিফটার যষ্টিকা আচার্যের (Powerlifter’s demise)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বিকানের জেলায়।

জানা গিয়েছে, মঙ্গলবার পাওয়ারলিফটিংয়ের প্রশিক্ষণ নিচ্ছিলেন যষ্টিকা। তাঁর প্রশিক্ষকও উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু ২৭০ কেজি ওজনের রড ঘাড়ে নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। তখনই ভারী রডটি তাঁর ঘাড়ে পড়ে যায়। এরপরই তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু যেখানে চিকিৎসকরা যষ্টিকাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তাঁর প্রশিক্ষকও সামান্য আহত হয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত পাওয়ারলিফটারের পরিবারের তরফে কোনও মামলা দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর যষ্টিকার দেহ বুধবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

জুনিয়ার জাতীয় গেমসে (Junior Nationwide Video games) সোনা জিতেছিলেন যষ্টিকা। মাত্র ১৭ বছর বয়সেই নিজের কেরিয়ারে অনেক সাফল্য অর্জন করেছিলেন। ভবিষ্যতে পাওয়ারলিফটিংয়ে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন ছিল তাঁর। যষ্টিকার মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *