উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজস্থানের ঝালওয়ার জেলার পিপলোদি সরকারি স্কুলে আজ সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে চার শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। সকাল প্রায় ৮.৩০ মিনিটে স্কুল চলাকালীন আকস্মিকভাবে একটি একতলা ভবনের ছাদ ধসে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ঘটনার সময় প্রায় ৪০ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী স্কুলের ভেতরে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে খবর, ধসে পড়া ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগে একাধিকবার এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল। স্কুলটিতে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে ঝালওয়ারের পুলিশ সুপার অমিত কুমার বলেন, “চার শিশুর মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে ঝালওয়ারে স্থানান্তরিত করা হয়েছে, যাদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক।”
সূত্রের খবর, ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে চারটি জেসিবি মেশিন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকার্য চালাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে স্কুলের শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলাশাসক। আহত শিশুদের মনোহর থানা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যাদের আঘাত গুরুতর, তাদের ঝালওয়ারের একটি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি জেলা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আহত শিশুদের চিকিৎসার তত্ত্বাবধানের নির্দেশ দিয়েছি, যাতে তারা কোনও ধরনের অসুবিধায় না পড়ে। আমি এই ঘটনার তদন্তের নির্দেশ দেব এবং কী কারণে ভবনটি ধসে পড়ল তা নিশ্চিত করা হবে। আমি জেলাশাসকের সঙ্গেও কথা বলেছি এবং কর্তৃপক্ষকে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সম্ভাব্য সব উপায়ে সাহায্য করার নির্দেশ দিয়েছি।”