উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০১২ থেকে ২০২৫। মাঝখানে ১৩ বছরের একটা লম্বা বিরতি। সেই বিরতি কাটিয়ে রবিবার মুম্বইয়ে শিবসেনার (Siv Sena) রাজনীতির আঁতুড় হিসেবে পরিচিত প্রয়াত বালাসাহেব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’ তে পা রাখলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। এই মাতোশ্রীতেই থাকেন বালাসাহেবের ছেলে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। মাঝে একবারর কিছুক্ষণের জন্য ছেলের বিয়ের নেমন্তন্ন করতে যাওয়া ছাড়া ২০১২ সালের পর থেকে আর মাতোশ্রীতে দেখা যায়নি উদ্ধবের তুতো ভাই রাজ ঠাকরেকে। ২০০৬ সালেই নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা গড়েন রাজ ঠাকরে। তারপর থেকে তুতো ভাই উদ্ধব ঠাকরের সঙ্গে দূরত্ব শুধুই বেড়েছে।
তবে এদিন সেই দুরত্ব অনেকটাই ঘুচল বলেই মনে করছে রাজনৈতিক মহল। উদ্ধবের জন্মদিনে গোলাপের তোড়া হাতে মাতোশ্রীতে গেলেন রাজ। সঙ্গে ছিলেন শিবসেনা নেতা,বালা নন্দগাঁওকর ও নীতিন সরদেশাই। উদ্ধবকে শুভেচ্ছা জানানোর পর দুই নেতা একসঙ্গে বালাসাহেবের ছবির সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন। এতে সম্পর্কের বরফ অনেকটাই গলেছে বলে মনে করা হচ্ছে।
কিছুদিন আগে দুই ভাই একসঙ্গে একটি জনসভার মঞ্চে উপস্থিত হন। মুম্বইয়ের ওরলিতে মারাঠি অস্মিতা রক্ষায় ও হিন্দি ভাষার বিরোধিতায় একমত হয়ে একসঙ্গে বক্তব্য রাখেন। ওই সমাবেশে উদ্ধব ঠাকরে বলেন, ‘আমরা একসঙ্গে এসেছি এবং একসঙ্গেই থাকব। আমরা একত্র হয়েছি মারাঠিদের স্বার্থ রক্ষার জন্য।’
রাজ রসিকতাচ্ছলে জানিয়েছেন, ‘বালাসাহেব ঠাকরে যেটা পারেন নি, সেটা করেছেন দেবেন্দ্র ফড়নবিশ। আমাকে আর উদ্ধবকে একসঙ্গে এনে দিয়েছেন।’দুই নেতা জানিয়েছেন, আসন্ন ২৯টি পুরনিগমের নির্বাচনে একত্রে লড়াই করার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মহারাষ্ট্রে শিবসেনার উদ্ধব গোষ্ঠীর অবস্থান দুর্বল। একনাথ শিণ্ডেই নিজের গোষ্ঠীকে প্রকৃত শিবসেনা বলে দাবি করে আসছেন। এহেন পরিস্থিতিতে দুই ভাইয়ের দুই রাজনৈতিক দলের কাছাকাছি আসাটা রাজনৈতিকভাবে গভীর তাৎপর্যপূর্ণ। এখন দেখার দুই দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা কতটা সফল হয়।