বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। রায়গঞ্জ থানার পাশাপাশি মেডিকেল কাউন্সিলেও মুখ্যমন্ত্রীর কাছে লিখিত নালিশ পাঠালেন মৃতের স্ত্রী অপর্ণা দাস মহন্ত। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিক জানান, ‘অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।’
রায়গঞ্জ মেডিকেলের এমএসভিপি প্রিয়ঙ্কর রায়ের দাবি, ‘ওই রোগীর মৃত্যু চিকিৎসার গাফিলতিতে হয়নি। তদন্ত কমিটি গড়ে সমস্ত রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। মৃতের পরিবার যে দাবি করছে, তা ঠিক নয়।’ রায়গঞ্জ আদালতের আইনজীবী প্রশান্ত সরকারের বক্তব্য, ‘আমরা মেডিকেল কাউন্সিলকে লিখিত অভিযোগ করেছি। শুক্রবার মুখ্যমন্ত্রীকে অভিযোগ পাঠানো হয়েছে। পাশাপাশি, আরটিআই আইনে চিঠি দেওয়া হয়েছে।’
চলতি মাসের ১৩ তারিখে স্যালাইন না দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। কালিয়াগঞ্জের শান্তি কলোনির বাসিন্দা হিরন্ময় মহন্ত (৫২) শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ১২ তারিখ রাতে ভর্তি করা হয়। মৃতের জামাই দেবাঞ্জন দাসের অভিযোগ, ‘চিকিৎসক ও নার্সদের গাফিলতির জন্যই তাঁর মৃত্যু হয়েছে। ভর্তির পরে কিছুটা সুস্থ বোধ করলেও চলতি মাসের ১৩ তারিখে হঠাৎ রোগীর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। কিন্তু তাঁকে স্যালাইন দেওয়া হয়নি।’ মৃতের ছেলে বিষ্ণুব্রত সামন্তের দাবি, ‘রোগীকে বারবার সিসিইউ-তে স্থানান্তরিত করার কথা বলা হলেও তা হয়নি। বক্তব্য, পর্যাপ্ত স্যালাইন না থাকার কারণে ও ঠিকঠাক চিকিৎসা না করায় আমার বাবাকে বেঘোরে প্রাণ দিতে হয়েছে।’