Rahul Gandhi | ‘যমুনার জল পান করুন, হাসপাতালে দেখা হবে’, ফের রাহুলের কটাক্ষের শিকার কেজরিওয়াল

Rahul Gandhi | ‘যমুনার জল পান করুন, হাসপাতালে দেখা হবে’, ফের রাহুলের কটাক্ষের শিকার কেজরিওয়াল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে যমুনা নদীর দূষণ নিয়ে সব দলেরই কটাক্ষের শিকার হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টি (AAP)। ফের একবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) নিশানায় কেজরিওয়াল। যমুনা নদী (Yamuna River) পরিষ্কার নিয়ে আপের পূর্ববর্তী প্রতিশ্রুতির দিকে ইঙ্গিত করে কেজরিওয়ালকে যমুনার জল পান করার কথাও বলেন তিনি।

রবিবার দিল্লির এক জনসভা থেকে রাহুল বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন ক্ষমতায় এসে তিনি একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা আনবেন, দুর্নীতি শেষ করবেন। এমনকি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ৫ বছরের মধ্যে যমুনার জল পরিষ্কার করবেন এবং তাতে স্নান করবেন। কিন্তু যমুনার জল এখনও নোংরা। আমি তাঁকে বলতে চাই, আপনি যমুনার জল এক চুমুক পান করুন, আপনার সঙ্গে হাসপাতালে দেখা হবে।’ এই বক্তৃতা দেওয়ার সময়ে বোতলে করে দূষিত জল নিয়ে মঞ্চে উঠেছিলেন রাহুল।

এই যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা। সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। একই অভিযোগ তুলেছিলেন কেজরিওয়াল নিজেও। যা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে বিজেপি। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনিও বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। এবার এই যমুনা ইস্যু নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও আক্রমণ শানালেন কেজরিকে।

প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০ আসনে বিধানসভা ভোট রয়েছে। লোকসভা ভোটে কংগ্রেস ও আপ দিল্লিতে আসন সমঝোতা করে লড়লেও বিধানসভা ভোটে একাই লড়ার কথা ঘোষণা করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেই মতো এবার আপ, বিজেপি এবং কংগ্রেসের ত্রিমুখী লড়াই হতে চলেছে দিল্লির বিধানসভা নির্বাচনে। ফলাফল ঘোষণা হবে আগামী ৮ ফেব্রুয়ারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *