Rahul Gandhi | ‘গুলির ক্ষত সারাতে ব্যান্ডেডের তাপ্পি!’ কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র কটাক্ষ রাহুলের

Rahul Gandhi | ‘গুলির ক্ষত সারাতে ব্যান্ডেডের তাপ্পি!’ কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র কটাক্ষ রাহুলের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিষেকের পর এবার রাহুল (Rahul Gandhi)। কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। শনিবার এক্স হ্যান্ডেলে (X-Deal with) রাহুল লেখেন, ‘এই বাজেট আসলে গুলির ক্ষতে ব্যান্ডেডের তাপ্পি।’

রাহুল লেখেন, ‘বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে সংকট দূরীকরণে আমাদের আর্থিক ব্যবস্থায় বড়সড় পদক্ষেপের প্রয়োজন ছিল। কিন্তু এই সরকার ভাবনাচিন্তা, ও আর্থিক উন্নতির পরিকল্পনার জায়গায় সম্পূর্ণরূপে দেউলিয়ে হয়ে গিয়েছে। সাম্প্রতিক বাজেট তারই নিদর্শন। এটা অনেকটা গুলির ক্ষত সারাতে ব্যান্ডেডের তাপ্পি দেওয়ার মতো।’

কংগ্রেস (Congress) সাংসদ আরও লেখেন, ‘বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে সংকট দূরীকরণে আমাদের আর্থিক ব্যবস্থায় বড়সড় পদক্ষেপের প্রয়োজন ছিল। কিন্তু এই সরকার ভাবনাচিন্তা, ও আর্থিক উন্নতির পরিকল্পনার জায়গায় সম্পূর্ণরূপে দেউলিয়ে হয়ে গিয়েছে। সাম্প্রতিক বাজেট তারই নিদর্শন। এটা অনেকটা গুলির ক্ষত সারাতে ব্যান্ডেডের তাপ্পি দেওয়ার মতো।’

অন্যদিকে, এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় বাজেট নিয়ে তুলোধনা করেছেন কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ (Jayram Naresh)। তিনি লেখেন, ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন চার ইঞ্জিনের কথা বলেছেন। তবে সমস্যা হল, এতগুলি ইঞ্জিনের কারণে গাড়ি আসলে লাইনচ্যুত হয়ে গিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *