উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিজস্ব কোনও টেনিস অ্যাকাডেমি ছিল না রাধিকা যাদবের! হরিয়ানার রাজ্যস্তরের টেনিস খেলোয়ারের খুনের তদন্তে উঠে এসেছে এমনই অবাক করা তথ্য। কারণ প্রাথমিকভাবে জানা গিয়েছিল, রাধিকার নিজস্ব টেনিস অ্যাকাডেমি রয়েছে। আর এই অ্যাকাডেমি নিয়েই বিবাদ বেধেছিল বাবা মেয়ের মধ্যে। কিন্তু ঘটনার তদন্তে নেমে গুরুগ্রাম পুলিশ জানতে পারে, রাধিকার নিজের কোনও অ্যাকাডেমি ছিল না। তিনি বিভিন্ন জায়গায় টেনিস কোর্ট ভাড়া নিয়ে প্রশিক্ষন দেওয়ার কাজ করতেন।
এই প্রসঙ্গে তদন্তকারীরা জানিয়েছেন যে, রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমি ছিল না। টেনিস কোর্ট ভাড়া নিয়ে প্রশিক্ষণ দিতেন তিনি। এই নিয়ে রাধিকার বাবা দীপকের আপত্তি ছিল। কিন্তু তাঁর কথা না শুনে রাধিকা প্রশিক্ষণ দেওয়ার কাজ চালু রেখেছিলেন। সেখান থেকেই অশান্তির সূত্রপাত।
অপরদিকে রাধিকার একটি মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছিল। তবে তাঁর হত্যার সঙ্গে ওই মিউজিক ভিডিওর কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে পুলিশ। এই প্রসঙ্গে পুলিশ ইনস্পেক্টর বিনোদ কুমার বলেন, ‘‘২০২৩ সালে ওই ভিডিও আপলোড করা হয়েছিল। ওই ভিডিওর সঙ্গে খুনের কোনও সম্পর্ক নেই। দীপক বার বার এটাই জানিয়েছেন যে, প্রশিক্ষণ দিয়ে রাধিকার টাকা উপার্জন করার বিষয়টি তিনি মেনে নিতে পারছিলেন না।’’
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৭-র নিজের বাড়িতেই খুন হন রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব (২৫)। পুলিশি জিজ্ঞাসাবাদে মেয়েকে হত্যা করার কথা স্বীকার করে নেন রাধিকার বাবা দীপক। এই হত্যার তদন্তে বেশকিছু তথ্য উঠে এসেছিল পুলিশের হাতে। এবার প্রকাশ্যে এল রাধিকার নিজস্ব টেনিস অ্যাকাডেমি না থাকার বিষয়টি।