উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর কেটে গিয়েছে ৭ মাস। এখনও পুরোপুরি বিচার মেলেনি। এক অভিযুক্তের সাজা হলেও তাতে সন্তুষ্ট নন অনেকেই। অনেকের দাবি, এই ঘটনা ঘটিয়ে এখনও আড়ালে রয়েছে মূল অভিযুক্তরা। তাই ফের রবিবার বিচারের দাবিতে রাজপথে নামলেন নাগরিকরা (R G Kar Protest)। কলকাতায় এদিন ২ টি মিছিল হয়। একটি বের হয় হাজরা থেকে অন্যটি ধর্মতলা থেকে শুরু হয়। দু’টি মিছিলেই আরজি কর হাসপাতালের ঘটনার বিচারের সঙ্গে মিলে যায় যাদবপুরকাণ্ডে সুবিচারের দাবি। মিছিলে অংশ নিয়েছে অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস (Joint Platform of Medical doctors’) ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের (West Bengal Junior Medical doctors Entrance) সদস্যরা। পা মিলিয়েছেন যাদবপুরের ছাত্ররাও।
গত ৯ অগাস্ট ঘটে যাওয়া আরজি করের ঘটনা রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে পৃথিবীর অনেক দেশেও প্রতিবাদের ঢেউ তুলেছিল। আদালতের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে ঘটনার তদন্তভার নিয়েছিল সিবিআই। সেই তদন্ত এখনও চলছে। প্রাথমিকভাবে অন্যতম অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি দিয়েছে আদালত। কিন্তু সেই বিচার যথেষ্ট নয় বলেই মনে করছে নির্যাতিতার পরিবার ও নাগরিক সমাজের একাংশ। তাই আন্দোলনের মাধ্যমে সরকার ও প্রশাসনের উপর চাপ বজায় রাখতে চাইছেন তাঁরা।
এরই মধ্যে ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন দুই ছাত্রের আহত হওয়ার ঘটনা ঘটে যায়। একদিকে যেমন ছাত্রদের হাতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর হয়, অধ্যাপকদের একাংশ নিগৃহতী হন বলে অভিযোগ, অন্যদিকে মন্ত্রীর গাড়ি চালিয়ে দিয়ে জখম করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে। বর্তমানে ইন্দ্রানুজ রায় নামে ওই ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় জখম হয়েছেন আরও একজন। এদিনের মিছিল থেকে সেই ঘটনার কথাও মনে করিয়ে দিচ্ছেন প্রতিবাদীরা।