উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষনা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)। এরপর বুধবার সকালে অশ্বিন সমাজমাধ্যমে আইপিএল (IPL) থেকে অবসরের কথা জানালেন। অবসরের জন্য তিনি গণেশ চতুর্থীর দিনটিকেই বেছে নিয়েছেন।
সমাজমাধ্যমে তিনি লিখেছেন, আজ একটি বিশেষ দিন। তাই এই বিশেষ দিনে একটি ইনিংসের অবসান ঘটিয়ে অপর একটি ইনিংস শুরু করতে চলেছি। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে যাত্রা শেষ করে বিভিন্ন লিগে ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু করছি।
এত বছরের দারুণ স্মৃতির পাশাপাশি সম্পর্ক বজায় রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজ়িকে ধন্যবাদ। আমি যা পেয়েছি, তার জন্য আইপিএল এবং বিসিসিআইকে (BCCI) ধন্যবাদ। আগামী দিনে সামনে যা আসতে চলেছে, সেটা উপভোগ করার জন্য অপেক্ষা করছি বলে জানালেন অশ্বিন।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে অশ্বিন চেন্নাই (Chennai) কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, মিনি নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হোক। পাশাপাশি সিএসকে অ্যাকাডেমির ডিরেক্টর অফ অপারেশন্সের পদ থেকেও ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি। তবে কী কারণে অশ্বিন এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তা জানা যায়নি।
একটা সময়ে অশ্বিনকে চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলতে দেখা যেত। তারপর প্রায় এক দশক চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যায়নি তাঁকে। গত বছর চেন্নাইয়ে ফেরেন অশ্বিন। নিলামে তাঁকে ৯.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই। ৯টি ম্যাচ খেলে মাত্র ৭টি উইকেট পেয়েছিলেন। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি। এজন্য বার বার তাঁকে সমালোচিত হতে হয়েছে।
এরপর আইপিএলে চেন্নাইয়ের অভিযান শেষ হলে অশ্বিনের ইউটিউব চ্যানেলে চেন্নাই বিরোধী মন্তব্য করেছিলেন বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার। কেন নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন সেই সব মন্তব্য সম্প্রচার করলেন তা নিয়েও প্রশ্ন উঠেছিল। চাপের মুখে অশ্বিন সেই ভিডিয়ো মুছে দেন এবং প্রকাশ্যে ক্ষমাও চান।