Qatar | ‘অপারেশন বেশারাত ফাতাহ’, কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের!

Qatar | ‘অপারেশন বেশারাত ফাতাহ’, কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করল ইরান। প্রসঙ্গত, কয়েক ঘন্টা আগে, কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়। সংক্ষিপ্ত বিবৃতিতে কোনও নির্দিষ্ট বিশদ বিবরণ দেওয়া হয়নি। এই আবহেই সোমাবার কাতারে অবস্থিত একটি আমেরিকান বিমান ঘাঁটিতে আক্রমণ চালানোর দাবি করেছে ইরান। তাঁরা এই অভিযানের নাম রেখেছে ‘অপারেশন বেশারাত ফাতাহ’।

তাদের দাবি এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ‘আল-উদেইদ’ লক্ষ করে বিদ্ধংসী ক্ষেপনাস্ত্র চালিয়েছে তারা। প্রসঙ্গত, সামরিক এবং কূটনৈতিক কৌশলগত দিক থেকে এই ঘাঁটিটি আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইরানের তরফে কার্যত হুঁশিয়ারির সুরে এও বলা হয়েছে যে, তাদের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার উপর কোনও আক্রমণকারীকেই তারা ছেড়ে কথা বলবে না। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ করা হয়েছে।

এই প্রসঙ্গে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই সফল অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ বোমা ব্যবহার করেছিল তার সমান ছিল। নিশানায় থাকা ঘাঁটিটি কাতারের শহরাঞ্চল এবং আবাসিক অঞ্চল থেকে দূরে অবস্থিত ছিল, যার ফলে অসামরিক নাগরিকদের ক্ষতির সম্ভাবনা ছিল ন্যূনতম।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *