নাগরাকাটাঃ মুরগি খেতে এসে ধরা পড়ল ১৩ ফুটের অজগর। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নাগরাকাটার নয়া সাইলি চা বাগানে। জানা গিয়েছে, চা বাগানের শ্রমিক বিজয় লাকড়া ডানা ঝাপটানোর শব্দ পেয়ে মুরগির ঘরে গিয়ে দেখেন সেখানে ঢুকে বসে আছে একটি বিশালাকার অজগর সাপ। সাপ দেখে আতঙ্কিত হয়ে তিনি চিৎকার চ্যাঁচামেচি শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা ভিড় জমান ঘটনাস্থলে। সাপ ধরতে খবর দেওয়া হয় নাগরাকাটার সৈয়দ নইম বাবুন নামে এক সর্পপ্রেমীকে। তিনি এসে কিছুক্ষণের প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন। বাবুন জানান, মুরগি খাওয়ার লোভেই সাপটি এসেছিল। তবে সেখানে ঢুকে মুরগি সাবাড় করেছে কিনা তা অবশ্য জানা যায়নি।