উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূলের শহিদ দিবসের জন্য বদলে গেল পুরুলিয়ার (Purulia) সিধু কানু বিরশা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কর্মসূচি! আচমকাই পরীক্ষা দিন বদলের নোটিশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়েছে, দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা ২১ জুলাই হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। সেই পরীক্ষা হবে আগামী ২৫ জুলাই।
কেন এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় (Sidhu kanu birsa universty) কর্তৃপক্ষ? জানা গেছে, ছাত্র-ছাত্রীরা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, আগামী সোমবার অর্থাৎ ২১ জুলাই ট্র্যাফিকের ( twenty first July Rally) সমস্যা থাকে। পরীক্ষার জন্য ওইদিন নির্দিষ্ট সময়ে আসতে গেলে যথেষ্ট বেগ পেতে হবে। তাই পড়ুয়াদের কথা ভেবে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ব বিদ্যালয়ের কন্ট্রোলার বলেন, ‘মোট ১৩টি সেন্টারে পরীক্ষা হয়। পাবলিক ট্রান্সপোর্টের উপর নির্ভর করতে হয় পড়ুয়াদের।’
তবে পরীক্ষার দিন বদল নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য মানতে নারাজ এসএফআই (SFI)। তাদের দাবি, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুস্থানের জন্যই বাতিল করা হয়েছে পরীক্ষা। আর গোটা ঘটনার নেপথ্যে রয়েছে শাসক দলের সংগঠনের মদত। তাঁদের অনুরোধেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২১ টি কলেজ রয়েছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনে। পরীক্ষা শুরু হয়েছে ১৬ জুলাই থেকে আর শেষ হবে ২৩ জুলাই। এরই মধ্যে বাতিল হল ২১ জুলাইয়ের পরীক্ষা। সব মিলিয়ে পরীক্ষা বাতিল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।