Punjab Police arrests two ‘Pakistani spies’ for sharing particulars associated to Indian Armed Forces

Punjab Police arrests two ‘Pakistani spies’ for sharing particulars associated to Indian Armed Forces

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ, হরিয়ানার পর এবার পাঞ্জাব। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার দুই যুবক। ধৃতদের নাম সুখপ্রীত সিং এবং কর্ণবীর সিং।

পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা দুই যুবকের সঙ্গে সরাসরি পাক গুপ্তচর সংস্থা আইএসআইএর যোগ রয়েছে। অপারেশন সিঁদুর এবং ভারতীয় সেনার অনেক গোপন তথ্য তাঁরা ফাঁস করছিলেন। তাঁদের কাছ থেকে মোট তিনটি ফোন এবং বেশ কিছু কার্তুজও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাঞ্জাবের দোরাঙ্গালা থানায় অফিসিয়াল সিক্রেটস আইনের ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বাজেয়াপ্ত ফোনগুলির ফরেন্সিক পরীক্ষাও করা হয়। আইএসআইয়ের সঙ্গে যে তাঁদের সরাসরি যোগ ছিল, তা রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। 

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী ‘দেশদ্রোহী’ জ্যোতি মালহোত্রা। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র (এই নামেই নিজেরকে পরিচয় দেন জ্যোতি) আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার।

দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এই দানিশেরই ‘বিশেষ আমন্ত্রণে’ গত বছর পাক দূতাবাসে ইফতার পার্টিতে যায় জ্যোতি। এবং পুরো বিষয়টির ভিডিও করে সে। সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। এছাড়াও সম্প্রতি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হরিয়ানার জ্যোতি-সহ আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পাক যোগের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *