উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের (B R Ambedkar) মূর্তি ভাঙচুর ও থুতু ফেলার অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। পঞ্জাবের (Punjab) হোশিয়ারপুরের (Hoshiarpur) মডেল টাউন থানা এলাকার ঘটনা।
ধৃতের নাম জগদীপ সিং মাথারু। রবিবার গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বিরুদ্ধে গতকাল আম্বেদকরের মূর্তির কাছে সংবিধানের একটি প্রতিরূপ (রেপ্লিকা) ক্ষতিগ্রস্ত করার চেষ্টার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি মাথায় কাপড় জড়িয়ে আম্বেদকারের মূর্তির দিকে যাওয়ার সিঁড়ি বেয়ে উঠেছিলেন। আম্বেদকারের মূর্তির উপর একাধিকবার থুথু ফেলেছিলেন, চিৎকার করে বলেছিলেন যে তিনি এটি ভাঙতে এসেছেন। সেই সঙ্গে জগদীপ দাবি করেছিলেন যে তিনি আম্বেদকর বা সংবিধানকে মানেন না। অভিযোগ, ওই কথা বলার পরই সেই ব্যক্তি তার কাপড় থেকে একটি ধাতব সুচ জাতীয় জিনিস বের করে। তা দিয়েই তিনি সিমেন্ট এবং অন্যান্য নির্মাণ সামগ্রী দিয়ে সংবিধানের প্রতিরূপ ঘষতে শুরু করেন। বিষয়টি স্থানীয় কয়েকজনের চোখে পড়তেই তাঁরাই তাকে আটকে পুলিশকে খবর দেন। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। কী কারণে ওই ব্যক্তি এমনটা করেছে, তা জানার চেষ্টা চলছে।