Pune Accident | পূণ্যার্থীদের নিয়ে পাহাড় থেকে খাদে পড়ল গাড়ি! পুনেতে মৃত ৮ মহিলা

Pune Accident | পূণ্যার্থীদের নিয়ে পাহাড় থেকে খাদে পড়ল গাড়ি! পুনেতে মৃত ৮ মহিলা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে পাহাড় থেকে গাড়ি খাদে গড়িয়ে পড়ায় মৃত্যু হল ৮ মহিলার। জখম হয়েছেন ২৯ জন। পুলিশ জানিয়েছে, সোমবার মহারাষ্ট্রের পুনে জেলার পাহাড়ি এলাকায় একটি পিকআপ ভ্যান রাস্তা থেকে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে (Pune Accident)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, ‘একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে একটি পিক-আপ ভ্যান দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিহতদের নিকটাত্মীয়দের ৪ লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে।’

প্রাথমিক পাওয়া তথ্যে জানা গেছে,  দুপুর ১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৪০ জন যাত্রী নিয়ে পিক আপ ভ্যানটি রাস্তা থেকে ২৫ থেকে ৩০ ফুট নিচে খাতে পড়ে যায়। যাত্রীরা সকলেই পাপালওয়াড়ি গ্রামের বাসিন্দা। দল বেঁধে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে মহাদেব কুণ্ডেশ্বর মন্দিরে যাচ্ছিলেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *