উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যনেজার! ঘটনাটি ঘটেছে পুণের বারমতীতে। জানা গিয়েছে, মৃতের নাম শিবশঙ্কর মিত্র। বৃহস্পতিবার গভীর রাতে ওই ব্যাঙ্কের ভেতর থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে যেখানে নিজের মৃত্যুর জন্য কাজের চাপকেই দায়ী করেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবশঙ্করের বয়স ছিল ৪৫ বছর। সম্প্রতি ব্যাঙ্কের চিফ ম্যানেজারের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। ইস্তফা দেওয়ার কারণ ছিল কাজের চাপ। বর্তমানে নোটিস পিরিয়ডে কাজ করছিলেন তিনি। ঘটনার দিন কাজের সময় অতিক্রান্ত হওয়ার পর ব্যাঙ্কের অন্যান্য কর্মীদের বাড়ি চলে যেতে বলেন শিবশঙ্কর। তিনি তাঁদের এও জানান যে, কাজ শেষ করে তিনি একটু পরে বেরোবেন। এরপর ব্যাঙ্কের সব কর্মীরা বাড়ি চলে গেলে রাত ১০ টা নাগাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এদিকে রাত হয়ে গেলেও শিবশঙ্কর বাড়ি না ফেরায় তাঁকে ক্রমাগত ফোন করতে থাকেন তাঁর স্ত্রী। ফোনে তাঁকে না পেয়ে শেষপর্যন্ত ব্যাঙ্কে চলে যান তিনি। সেখানে গিয়ে দেখেন ব্যাঙ্কের ভেতর আলো জ্বলছে। এরপর ব্যাঙ্কের বাকি কর্মীদের ডেকে দরজা খুলতেই উদ্ধার হয় শিবশঙ্করের ঝুলন্ত দেহ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেখানেও নিজের মৃত্যুর জন্য কাজের চাপকেই দায়ী করেছেন তিনি। যদিও সুইসাইড নোটে তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেন নি তিনি। জানা গিয়েছে, ঘটনার দিন বিকেলে নিজের এক সহকর্মীকে দিয়ে দড়ি আনিয়েছিলেন শিবশঙ্কর। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।