উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোট পরবর্তী হিংসায় এক বিজেপি কর্মীর নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠে তৃণমূল নেতা এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয় ওই তৃণমূল নেতা। অবসরপ্রাপ্ত সেই স্কুলশিক্ষক তৃণমূল নেতাকে এবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল মালদা জেলা আদালত।
ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ৫ জুন মানিকচক ব্লকে। সেই দিন ভোট পরবর্তী হিংসার কবল থেকে রেহাই পায়নি ৯ বছরের এক নাবালিকা। ওই নাবালিকাকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তৃণমূল নেতা পেশায় স্কুল শিক্ষক রফিকুল ইসলাম। নাবালিকার পরিবারের অভিযোগ, তারা বিজেপি সমর্থক বলেই তাঁদের নাবালিকা কন্যা ধর্ষণের শিকার। ঘটনার পর নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে রফিকুলকে। তার পর থেকেই কারাগারে বন্দি রয়েছেন অভিযুক্ত।
জানা গিয়েছে, মামলাটির তদন্তের ভার ছিল সিবিআইয়ের হাতে। মালদহের অতিরিক্ত নগর দায়রা আদালতের দ্বিতীয় (এডিজে-২ কোর্ট) বিচারক রাজীব সাহা বৃহস্পতিবার অভিযুক্ত তৃণমূল নেতা রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করেন। আজ সাজা ঘোষণা করা হয়। সিবিআইয়ের আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, পকসো আইনে মামলা দায়ের করা হয়েছিল। মোট বাইশ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এই প্রথম সিবিআইয়ের তরফে দায়ের করা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত কোনও মামলায় সাজা ঘোষণা হল।