উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শীঘ্রই বদলাতে চলেছে ভারতীয় সেনার ব্যবহৃত সোভিয়েত যুগের টি-৭২ (অজেয়) ট্যাংকের খোলনলচে। গত ৫ বছর আগেই টি-৭২ (অজেয়) ট্যাংকে ত্রুটি ধরা পড়েছিল। এবার সেগুলিকে মেরামত করে ফের রণভূমিতে নামাতে মরিয়া ভারত। ত্রুটি সারিয়ে সোভিয়েত যুগের টি-৭২ (অজেয়) ট্যাংকের খোলনলচে বদলাতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।
সত্তরের দশকে সোভিয়েত ইউনিয়নে নির্মিত টি-৭২ ট্যাংক ভারতীয় সেনার আর্মার্ড ডিভিশনগুলি ব্যবহার করছে প্রায় সাড়ে চার দশক ধরে। ২০২০ সালে লাদাখে গালওয়ান পরিস্থিতির সময় সেনার ট্যাংক শক্তিতে ঘাটতি ধরা পড়ায় নতুন করে চিন্তাভাবনা শুরু হয়। এই ট্যাংক গুলির ইঞ্জিন ৭৮০ অশ্বক্ষমতা সম্পন্ন। এবার সেই ইঞ্জিনের ক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৭৮০ অশ্বক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের বদলে টি-৭২ ট্যাংকে বসবে ১০০০ অশ্বক্ষমতা সম্পন্ন ইঞ্জিন। এরজন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে ২ কোটি ৪৮ লক্ষ ডলারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসাবে রুশ সংস্থা রোসোবোরেনেক্সপোর্টের সঙ্গে যৌথ উদ্যোগে ওই ইঞ্জিন নির্মাণ হবে ভারতে। সহযোগী হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘আর্মার্ড ভেহিকল্স নিগম লিমিটেড’। চেন্নাইয়ের ‘হেভি ভেহিকল্স ফ্যাক্টরি’তে হবে নতুন ইঞ্জিনের নির্মাণ।