Prosenjit Chatterjee | ‘মাতৃভাষাকে অপমানের কথা দুঃস্বপ্নেও…’, বাংলায় প্রশ্ন বিতর্কে কটাক্ষের শিকার, নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ

Prosenjit Chatterjee | ‘মাতৃভাষাকে অপমানের কথা দুঃস্বপ্নেও…’, বাংলায় প্রশ্ন বিতর্কে কটাক্ষের শিকার, নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মুম্বইয়ে আসন্ন এক হিন্দি ছবির সাংবাদিক সম্মেলনে বাংলা ভাষায় (Bengali language) প্রশ্ন করা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। যার জেরে নেটিজেনদের চরম কটাক্ষের শিকার হয়েছেন তিনি। প্রথমে এনিয়ে কোনও মন্তব্য না করলেও অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন অভিনেতা।

আসন্ন ‘মালিক’ নামক হিন্দি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। মুম্বইতে সেই ছবিরই সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই কলকাতার এক সাংবাদিক অভিনেতাকে বাংলায় প্রশ্ন করেছিলেন। কিন্তু তাতে পালটা প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এখানে বাংলায় কেন প্রশ্ন করছেন?’ আর সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বাংলা ছবিতে এত বছর কাজ করে এখন বাংলা ভাষাকেই অপমান করছেন বলে কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। এবার নিজের মন্তব্যের সাফাই দিয়ে সোশ্যাল মিডিয়ায় বাংলা ভাষাতেই একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেতা।

সেই পোস্টে প্রসেনজিৎ লিখেছেন, ‘কিছুদিন হল আমার একটা কথা, বলা ভালো, একটা বাক্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে।’ এরপরই বাংলায় প্রশ্ন করা নিয়ে বিতর্ক প্রসঙ্গে তাঁর সাফাই, ‘সম্প্রতি হিন্দি ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে মুম্বইয়ের সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা প্রত্যেকেই ইংরেজিতে কথা বলছিলেন। অনেকেই সেখানে বাংলা বোঝেন না। বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু আমার সেই মুহূর্তে মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই অনেক বেশি, তাই খানিকটা বাধ্য হয়েই আমি তাঁকে বলি, বাংলায় কেন প্রশ্ন করছেন?’

এরপরই অভিনেতা লিখেছেন, ‘অনেকেই এই কথার আক্ষরিক সূত্রে হয়তো আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ ওই কথার এমন প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আমার ধারণা, সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ, নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। বাংলা আমার প্রাণের ভাষা, ভালোবাসার ভাষা।’ শেষে নিজের করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি এইটুকু বুঝেছি আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে। তাই আমি দুঃখিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *