উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর রবিবার সকালে তিনি মুম্বইয়ের মীরা রোডের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয়া মারাঠের মৃত্যুতে হিন্দি ও মারাঠি টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন তাঁর অগণিত অনুরাগী এবং সহকর্মীরা।
প্রিয়া মারাঠে তাঁর অভিনয় দক্ষতার জন্য পরিচিত ছিলেন। বিশেষত, সুশান্ত সিং রাজপুতের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-তে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছিল। এছাড়াও তিনি ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরণ’ এবং ‘ভাগে রে মন’-এর মতো বেশ কিছু সফল ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মারাঠি এবং হিন্দি দুই ধরনের ধারাবাহিকেই তাঁর অবাধ বিচরণ ছিল।
২০১২ সালে শান্তনু মোঘেকে বিয়ে করার পর প্রিয়া তাঁর অভিনয় জীবন চালিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত সক্রিয় ছিলেন। গত বছর ১১ অগাস্ট তাঁর শেষ পোস্টটি ছিল স্বামীর সঙ্গে জয়পুর ভ্রমণের কিছু ছবি। এরপর থেকে তিনি সমাজমাধ্যমে আর কোনও নতুন ছবি বা পোস্ট দেননি। প্রিয়ার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তাঁর অগণিত ভক্ত।