মালবাজার: জাল সিম কাণ্ডে এবার বড় সাফল্য পুলিশের। দীর্ঘদিন ধরে পলাতক চক্রের মূলপাণ্ডাকে পাকড়াও করল মাল থানার পুলিশ। জানা গিয়েছে, জাল সিম কাণ্ডের তদন্তে নেমে মাল থানার পুলিশ জানতে পারে পুরাতন রেলওয়ে স্টেশন লাগোয়া একটি মোবাইলের দোকান থেকেই চলছে সিমের অবৈধ কারবার। পরবর্তীতে পুলিশ সেই মোবাইলের দোকানটি সিল করে দেয়। গ্রেপ্তার করা হয়েছিল সেই দোকানের মালিক আফতাবকে। ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই চক্রের অন্যতম মাথা গয়েরকাটার বাসিন্দা সম্রাট চট্টোপাধ্যায়। এই সম্রাটই আফতাবের কাছ থেকে জাল সিম কিনতেন।
এদিকে জাল সিম কাণ্ডে আফতাব গ্রেপ্তার হওয়ার পর থেকেই গা ঢাকা দেন সম্রাট। তাঁকে ধরতে পুলিশ তৎপরতা শুরু করে। গোপনসূত্রে পুলিশের কাছে খবর আসে, পলাতক যুবক দক্ষিণবঙ্গের হুগলিতে আত্মগোপন করে আছে। এই খবর পাওয়া মাত্রই মাল থানার পুলিশের একটি দল হানা দেয় হুগলিতে। সেখান থেকে পুলিশ সম্রাট চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় মালবাজারে। ধৃতকে বুধবার আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের হেপাজতে নিয়েছে পুলিশ।