Prateeti Paul | কল্যান-জয়ন্ত টেবিল টেনিসে অনুর্ধ্ব ১৫ বিভাগে সোনা শিলিগুড়ির প্রতীতির

Prateeti Paul | কল্যান-জয়ন্ত টেবিল টেনিসে অনুর্ধ্ব ১৫ বিভাগে সোনা শিলিগুড়ির প্রতীতির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের সাফল্য শিলিগুড়ির প্রতীতির। কলকাতায় কল্যাণ-জয়ন্ত মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব-১৫ বিভাগে শিরোপা জিতল প্রতীতি পাল। বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট কলকাতা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সহযোগিতায়, ইউনাইটেড স্পোর্টস অর্গানাইজেশনের উদ্যোগে গত মঙ্গলবার থেকে কলকাতার ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাকাডেমিতে শুরু হয়েছে স্টেজ-থ্রি টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অনুর্ধ্ব-১৫ মহিলা বিভাগে সিঙ্গেলসে ফাইনালে উঠেছিল শিলিগুড়ি টেবিল টেনিস অ্যাকাডেমির প্রতীতি পাল ও নর্থ ২৪ পরগনার অংকলিকা চক্রবর্তী। ফাইনালে প্রতীতির কাছে একপ্রকার উড়ে গেল অংকলিকা। সরাসরি ৩-০ গেমে অংকলিকাকে হারিয়ে সোনা জয় করে প্রতীতি। প্রতীতির জয়ে খুশি প্রশিক্ষক অমিত দাম ও সৌমেন মালাকার। এই সাফল্যে খুশি সোনার মেয়ে প্রতীতিও।

মেয়ের সোনা জয়ে খুশি প্রতীতির মা সোমা পাল। তিনি জানান, প্রতীতি কঠোর পরিশ্রমের ফল পেল স্টেজ-থ্রি টিটি চ্যাম্পিয়নশিপে। সোনা জয় করে গর্বিত করল শিলিগুড়ির টেবিল টেনিসকে। সে অনুর্ধ্ব-১৭ বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা করবে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের হয়ে কাঠমান্ডুতে সাউথ এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে চারটি সোনা জয় করেছিল শিলিগুড়ি টেবিল টেনিস অ্যাকাডেমির প্রতীতি পাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *