Pragya Thakur | ‘হাসপাতালে আটকে প্রধানমন্ত্রীর নাম বলতে জোর করা হয়!’ মালেগাঁও কাণ্ড নিয়ে বিস্ফোরক প্রজ্ঞা সাধ্বী

Pragya Thakur | ‘হাসপাতালে আটকে প্রধানমন্ত্রীর নাম বলতে জোর করা হয়!’ মালেগাঁও কাণ্ড নিয়ে বিস্ফোরক প্রজ্ঞা সাধ্বী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালেগাঁও বিস্ফোরণ মামলায় (Malegaon Case) নিস্তার পেতেই বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সাধ্বী (Pragya Thakur)। তাঁর কথায়, ‘মালেগাঁও বিস্ফোরণ মামলার তদন্ত চলাকালীন তদন্তকারী অফিসারেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত সহ আরও কয়েকজন নেতার নাম বলানোর জন্য চাপ দিয়েছিলেন।’

এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রজ্ঞা সাধ্বী বলেন, ‘তদন্ত চলাকালীন আমাকে প্ররোচিত করা হয়েছিল যাতে আমি দেশের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলি। কিন্তু আমি তা করিনি। যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত, ইন্দ্রেশ কুমার, রাম মাধব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নাম বললেই আর মারব না — এই শর্ত দিয়েই দিনের পর দিন অত্যাচার চালানো হয়েছিল আমার ওপর।’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘আমার ফুসফুস সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছিল। অবৈধভাবে হাসপাতালে আটক রাখা হয়েছিল আমাকে। শুধু মুখে এসব নাম বলানোর জন্য এমন নির্যাতন চালানো হয়েছিল। আমি গুজরাটে থাকতাম বলে মোদির নাম বলার জন্যও জোর দেওয়া হয়েছিল। কিন্তু আমি মিথ্যে বলিনি, তাই কারও নাম বলিনি।’

দীর্ঘ শুনানির পর প্রজ্ঞা ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত-সহ মোট সাতজনকে মালেগাঁও মামলায় বেকসুর খালাস করা হয়েছে। বেকসুর খালাস হতেই ৩এদিন বিস্ফোরক মন্তব্য করলেন সাধ্বী প্রজ্ঞা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *