উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা পর্তুগালের (Portugal) লিসবনে (Lisbon)। লাইনচ্যুত হয়ে উলটে গেল ট্রাম। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহত ২৩।
স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেলে রাস্তার ঢাল বেয়ে ট্রামটি নামছিল। সেইসময় আচমকা সেটি লাইনচ্যুত হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। এরপরই ট্রামটি উলটে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
ভয়াবহ এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে বিবৃতি জারি করে পর্তুগাল সরকার। বলা হয়, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’