উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষায় আর্দ্রতা বেশি থাকে, তাই ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন। পাশাপাশি সংক্রমণের ভয় থাকে। সেক্ষেত্রে বর্ষায় ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন নিমপাতা। এতে কী কী উপকার হবে জেনে নিন (Pores and skin Care)।
মসৃণতা বাড়ে
ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন নিমপাতা। কারণ নিমপাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বক ভিতর থেকে কোমল এবং মসৃণ করে তোলে। বলিরেখা, মেচেতার সমস্যাও দূরে চলে যায নিমপাতা দিয়ে রূপচর্চা করলে।
এক্সফোলিয়েটর হিসাবে
ত্বক ভালো রাখতে নিয়মিত এক্সফোলিয়েশন জরুরি। কিন্তু সহজে ত্বকের মৃত কোষ দূরে যেতে চায় না। নিমপাতা দারুণ এক্সফোলিয়েটর। ত্বকের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা মৃত কোষ নিমপাতার গুণে দূরে চলে যায়। এতে মসৃণ হয় ত্বক।
ত্বকের জেল্লা বাড়ে
বর্ষায় ত্বক নিস্তেজ হয়ে পড়ে। কমতে থাকে জেল্লা। তাই ত্বকের জেল্লা ধরে রাখতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন। তবে প্রাকৃতিক উপায়ে রূপচর্চা করতে হলে নিমপাতা ব্যবহার করতে পারেন।