উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) অস্থিরতার জন্য শাহবাজ শরিফের সরকারের দমনপীড়নকে দায়ী করল ভারত। সেই সঙ্গে পিওকে-তে বেসামরিক নাগরিকদের উপর পাক বাহিনীর বর্বরতার নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক (এমইএ)। মন্ত্রকের তরফে বলা হয়েছে, ওই অঞ্চলটি পাকিস্তান জোর করে এবং অবৈধভাবে দখল করে রেখেছে।
শরিফের সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়েছে পিওকে-তে। আন্দোলন দমনে মাঠে নামানো হয়েছে পাক সেনাকে। প্রতিবাদীদের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে সেনার বিরুদ্ধে। পিওকে-তে সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
পাক অধিকৃত কাশ্মীরে বেসামরিক নাগরিকদের উপর শরিফের বাহিনীর বর্বরতার নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভের খবর দেখেছি, যার মধ্যে নিরীহ বেসামরিক নাগরিকদের উপর পাক বাহিনীর বর্বরতাও রয়েছে।’
তাঁর সংযোজন, ‘আমরা বিশ্বাস করি, এটা পিওকে-তে পাকিস্তানের দমনপীড়ন নীতির পরিণতি। পাকিস্তানকে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি করতে হবে।’ এবিষয়ে তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।