উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোটি কোটি টাকার জালিয়াতি করে বিদেশপাড়ি দিয়েছেন নীরব মোদি। নীরব মোদির বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। ব্যাংক জালিয়াতিতে নীরব মোদির ভাই নেহাল মোদি সাহায্য করেছিলেন বলে অভিযোগ তদন্তকারীদের। সেই অভিযোগেই শনিবার সকালে আমেরিকায় গ্রেপ্তার করেছে আমেরিকার পুলিশ।
১১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির মামলায় অন্যতম অভিযুক্ত নীরব মোদি। ২০১৯ সাল থেকে ব্রিটেনের এক কারাগারে বন্দি রয়েছেন নীরব মোদী। এই জালিয়াতি মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। ইতিমধ্যেই ভারতের এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নীরব মোদির ভাই নেহাল মোদিকে প্রত্যাপর্ণের অনুরোধ জানায় আমেরিকার কাছে। কারণ তদন্তকারীদের সন্দেহ, পিএনবি জালিয়াতিতে নীরবকে সাহায্য করেছিলেন তাঁর ভাই নেহাল। তদন্তকারীদের কাছে খবর, নেহাল দীর্ঘদিন ধরেই আত্মগোপন করে রয়েছে আমেরিকায়। অবশেষে আজ তাঁকে গ্রেপ্তার করে করে আমেরিকার পুলিশ।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম পিএনবি কাণ্ড প্রকাশ্যে আসে। অভিযোগ উঠেছিল, ব্যাঙ্কের কিছু কর্মীর সহায়তায় কোটি কোটি টাকা তছরুপ করেন নীরব মোদি এবং তাঁর মামা মেহুল চোকসি। জানা গিয়েছিল, প্রায় ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। বিষয়টি সামনে আসার পরেই ভারত ছেড়ে পালিয়ে যান নীরব মোদি। ২০১৮ সালের মে মাসে সিবিআই এবং ইডি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। ২০১৯ সালে লন্ডন থেকে গ্রেপ্তার হন নীরব। এ বার জালে তাঁর ভাই নেহালও।