PM Narendra Modi | স্বামীজিই অনুপ্রেরণা, চেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে, জানালেন নরেন্দ্র মোদি

PM Narendra Modi | স্বামীজিই অনুপ্রেরণা, চেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে, জানালেন নরেন্দ্র মোদি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘স্বামী বিবেকানন্দই আমার জীবনের অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই স্বামীজিকে আদর্শ করে এগিয়েছি। স্বামীজির আত্মত্যাগ আমাকে আজও চলার শক্তি জোগায়। চেয়েছিলাম জগৎ সংসার ছেড়ে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে। দুর্ভাগ্য, সেটা আর হয়ে ওঠেনি।’ মার্কিন জনপ্রিয় পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে সাক্ষাৎকারে এই কথাগুলিই সাবলীল কণ্ঠে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার মোদির সঙ্গে ফ্রিডম্যানের পডকাস্ট শো ব্রডকাস্ট হয়। এই অনুষ্ঠানে উঠে আসে রাশিয়া-ইউক্রেণের যুদ্ধ থেকে শুরু করে নানান দেশীয়-আন্তর্জাতিক বিষয়। পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে নানা তথ্যও ফ্রিডম্যানের সঙ্গে ভাগ করে নেন প্রধানমন্ত্রী। এখানেই উঠে আসে স্বামীজি প্রসঙ্গ। এদিন নরেন্দ্র মোদি জানান, তাঁর জীবনে স্বামীজির প্রভাব অপরিসীম। ছোটবেলায় গ্রামের পাঠাগারে নিয়মিত যেতেন তিনি স্বামীজির টানে। সেখানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে পড়াশোনা করতেন। স্বামীজির শিক্ষা তাঁর জীবনে বড় প্রভাব ফেলেছে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে আমি স্বামীজিকে নিয়ে লেখা বহু বই পড়েছি। ওঁনার বই পড়ে অনুপ্রাণিত হয়েছি। একসময় আমি চেয়েছিলাম রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে। ঘর ছেড়েছিলাম। কিন্তু সন্ন্যাসী হতে পারিনি। এটা বড় আক্ষেপের। তবে যতদিন বাঁচব স্বামীজির আদর্শ নিয়েই বাঁচব।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বামীজির লেখা এবং স্বামীজির জীবনী পড়ে উপলব্ধি করেছি, জীবনে সত্যিকারের পরিপূর্ণতা ব্যক্তিগত সাফল্যে নয়, অন্যের প্রতি স্বার্থহীন সেবার মাধ্যমে আসে। মানবসেবাই ঈশ্বরকে পাওয়ার একমাত্র পথ সেটা উপলব্ধি করেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *