উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ‘মিত্র বিভূষণ’ সম্মানে সম্মানিত করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। সদ্য থাইল্যান্ড সফর শেষ করে শ্রীলঙ্কায় পা রেখেছেন প্রধানমন্ত্রী। শনিবার ‘মিত্র বিভূষণ’ সম্মানে সম্মানিত হওয়ার কথা এক্স হ্যান্ডেলে নিজেই জানালেন নমো। সঙ্গে লিখলেন, ‘গর্বের ব্যাপার।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘শ্রীলঙ্কার (Srilanka) তরফে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে তা শুধু আমার নয়, ১৪০ কোটি ভারতবাসীর (India)। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক এবং গাঢ় বন্ধুত্ব এখনও অটুট রয়েছে, তা এই সম্মান প্রদানই প্রমাণ করে। এই সম্মান পাওয়া তাঁর জন্য গর্বের বিষয়।’
পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদি এই সম্মানের যোগ্য, তাই তাঁকে এই সম্মান দিতে পেরে আমরা গর্বিত।’
উল্লেখ্য, শ্রীলঙ্কায় পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানান সে দেশের প্রেসিডেন্ট। মোদি এবং দিসানায়েকে দু’জনে বৈঠক করেন। বৈঠকের পর তাঁরা বার্তা দেন, দু’দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।