PM Narendra Modi | লক্ষ্য মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর! লন্ডনে পৌঁছলেন মোদি, দেখা করবেন রাজা চার্লসের সঙ্গেও

PM Narendra Modi | লক্ষ্য মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর! লন্ডনে পৌঁছলেন মোদি, দেখা করবেন রাজা চার্লসের সঙ্গেও

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনে (London) পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর দু’দিনের এই ব্রিটেন সফরের (UK Go to) (২৩ ও ২৪ জুলাই) মূল লক্ষ্য হল ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর (Free Commerce Settlement)। বুধবার রাতে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান ইন্দো-প্যাসিফিকের দায়িত্বে থাকা ব্রিটেনের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট, ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরসাইস্বামী এবং নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন। লন্ডনে পৌঁছানোর পর মোদিকে উৎসাহীভাবে স্বাগত জানান সে দেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রাও।

লন্ডনে পৌঁছানোর পরই তা এক্স হ্যান্ডেলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘লন্ডনে অবতরণ করেছি। এই সফর আমাদের দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য থাকবে জনগণের জন্য সমৃদ্ধি, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি বৃদ্ধির উপর জোর দেওয়া। বিশ্বব্যাপী অগ্রগতির জন্য ভারত-ব্রিটেনের একটি শক্তিশালী বন্ধুত্ব অপরিহার্য।’

এবারের ব্রিটেন সফরে মোদির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের বৈঠক হওয়ার কথা রয়েছে। লন্ডনে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন চেকার্সে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখার করার কথা রয়েছে মোদির।

তবে এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর। যা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। দুই রাষ্ট্রনেতাই সমৃদ্ধি, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিয়ে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে উদ্যোগী হবেন। এই মুক্ত বাণিজ্য চুক্তির (Free Commerce Deal) ফলে দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানির উপর শুল্ক অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। উভয় পক্ষই ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১২০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইতিমধ্যেই ২০২৩-২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটি চতুর্থ ব্রিটেন সফর। এর আগে তিনি ২০১৫, ২০১৮ এবং ২০২১ সালে COP26 শীর্ষ সম্মেলনের জন্য ব্রিটেনে এসেছিলেন। তবে বিগত এক বছরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির দু’বার দেখা হয়েছে। প্রথমবার রিও ডি জেনেইরোতে জি২০ শীর্ষ সম্মেলনে এবং সম্প্রতি জুনে কানাডার কানানাস্কিসে জি৭ শীর্ষ সম্মেলনে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *