PM Narendra Modi | ব্রাজিলে পৌঁছলেন মোদি, ‘অপারেশন সিঁদুর’-কে সম্মান জানিয়ে নৃত্যের মাধ্যমে স্বাগত প্রধানমন্ত্রীকে

PM Narendra Modi | ব্রাজিলে পৌঁছলেন মোদি, ‘অপারেশন সিঁদুর’-কে সম্মান জানিয়ে নৃত্যের মাধ্যমে স্বাগত প্রধানমন্ত্রীকে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চদেশীয় সফরের চতুর্থ পর্যায়ে এবার ব্রাজিলে (Brazil) পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার ভোরে তিনি গ্যালিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে (Galeao Worldwide Airport) অবতরণ করেন। এবারের ব্রাজিল সফরে তিনি ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন (Brics Summit)। বর্তমানে এই সম্মেলনে যোগ দিতেই তিনি রয়েছেন রিও ডি জেনেইরোতে (Rio de Janeiro)।

এদিন রিও ডি জেনেইরো পৌঁছতেই সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মোদিকে রাজকীয় অভ্যর্থনা জানান। ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ও অপারেশন সিঁদুর-কে (Operation Sindoor) সম্মান জানিয়ে একটি দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করেন তাঁরা। যা দেখে আপ্লুত হয়ে যান প্রধানমন্ত্রী। তিনি প্রবাসী ভারতীয়দের এই সৃজনশীলতা এবং উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদও জানান। এমনকি হোটেলের বাইরেও মোদিকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন প্রচুর প্রবাসী ভারতীয়রা। সেখানে পৌঁছতেই ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে এবং তেরঙা উড়িয়ে স্বাগত জানানো হয় তাঁকে।

চারদিনের এই ব্রাজিল সফরে আগামী ৬-৭ জুলাই ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মোদি। এরপর তিনি ব্রাসিলিয়ায় রাষ্ট্রীয় সফরে যাবেন। যা বিগত ছয় দশকে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর হতে চলেছে। মূলত ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা-এর আমন্ত্রণেই এই সফরটি হচ্ছে। এবারে ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে সদস্য দেশগুলির প্রধানের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে মোদির। প্রথমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকস গোষ্ঠী গঠিত হলেও সম্প্রতি এতে যোগ দিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহি, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও ইরান। ব্রাজিলের পর এই পঞ্চদেশীয় সফরের শেষে নামিবিয়াতে যাবেন মোদি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *