PM Narendra Modi | ফ্রান্স সফর শেষে আমেরিকায় পৌঁছলেন মোদি, বৃহস্পতিতেই ট্রাম্পের সঙ্গে বসবেন বৈঠকে

PM Narendra Modi | ফ্রান্স সফর শেষে আমেরিকায় পৌঁছলেন মোদি, বৃহস্পতিতেই ট্রাম্পের সঙ্গে বসবেন বৈঠকে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফ্রান্স সফর শেষে বৃহস্পতিবার আমেরিকায় (US) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আজই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে (Bilateral assembly) বসার কথা রয়েছে মোদির। দুই রাষ্ট্রনেতা বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এদিন আমেরিকায় অবতরণের পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মোদি। তাতে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে ওয়াশিংটনে পৌঁছেছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার এবং ভারত-আমেরিকার আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। উভয় দেশই জনগণের সুবিধার জন্য এবং বিশ্বের উন্নত ভবিষ্যতের লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।’ ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর এই প্রথম মার্কিন সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি চতুর্থ রাষ্ট্রনেতা হতে চলেছেন যিনি দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের মুখোমুখি হতে চলেছেন। এর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।

এই মার্কিন সফরে মোদি থাকবেন ব্লেয়ার হাউসে। হোয়াইট হাউসে আগত বিশিষ্ট ব্যক্তিদের এই ব্লেয়ার হাউসেই রাখা হয়। অতীতেও বহু রাষ্ট্রপ্রধান, রাজপরিবার বিশ্বের অন্যতম বিলাসবহুল এই হোটেলে থেকেছেন। আমেরিকায় বসবাসকারী বহু ভারতীয় এদিন মোদিকে দেখতে ব্লেয়ার হাউসের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁদের হাতে ছিল ভারত ও আমেরিকার পতাকা। মোদি সেখানে পৌঁছে তাঁদের সঙ্গে দেখাও করেন। আমেরিকায় পৌঁছানোর পরই আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গেও দেখা করেন মোদি।

এর আগে মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করলেও এই সফরটি বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ মোদির সফরের আগেই আমেরিকা থেকে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। শীঘ্রই আরও ৪৮৭ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ভারতে পাঠানো হবে বলে জানা গিয়েছে। আমেরিকায় অবৈধ অভিবাসীদের ধরপাকড়, ট্রাম্পের বাণিজ্য নীতি সহ একাধিক বিষয় উঠে আসতে পারে এবারের বৈঠকে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *