PM Narendra Modi | প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার! আরএসএসের সদর দপ্তরে মোদি, ভাগবতের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

PM Narendra Modi | প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার! আরএসএসের সদর দপ্তরে মোদি, ভাগবতের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সদর দপ্তরে (RSS headquarters) পা রাখলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং এম এস গোলওয়ালকরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেই সঙ্গে হেডগেওয়ার স্মৃতি মন্দিরে একটি নোট লিখে তাতে আরএসএসের তাৎপর্য তুলে ধরেন মোদি।

এদিন নাগপুরের রেশিমবাগের স্মৃতি মন্দির পরিদর্শনের সময় মোদির সঙ্গে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। সেই সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকেও দেখা গিয়েছে সেখানে। আরএসএস আধিকারিকদের সঙ্গেও দেখা করেছেন মোদি। এরপর আরএসএসের প্রতিপদ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। আরএসএসের শ্রুতি মন্দিরে সংঘ প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধাজ্ঞাপনের পর দীক্ষাভূমি মন্দিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে গিয়ে সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি। এ বছর শতবর্ষ উদযাপন করছে সংঘ। সেই উপলক্ষে বছরভর নানা পরিকল্পনা নেওয়া হয়েছে আরএসএসের তরফে।

এদিকে শোনা যাচ্ছে, রবিবার নাগপুরে মোদি বৈঠক করতে চলেছেন মোহন ভাগবতের সঙ্গে। সেখানেই বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের ১০ তারিখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতিদের বৈঠকে ডেকেছেন। সেই বৈঠকের পরই ১৫ এপ্রিলের মধ্যেই নতুন সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি বলে খবর সূত্রের। এর আগে ২০১৩ সালের জুলাই মাসে শেষ বার আরএসএসের সদর দপ্তরে গিয়েছিলেন মোদি। দীর্ঘ ১২ বছর পর ফের সেখানে গেলেন তিনি। নাগপুর সফর সেরে ছত্তিশগড়ের উদ্দেশে রওনা দেবেন তিনি মোদি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *