PM Narendra Modi | নিজস্ব স্পেস স্টেশন তৈরির লক্ষ্যে কাজ করছে ভারত! বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

PM Narendra Modi | নিজস্ব স্পেস স্টেশন তৈরির লক্ষ্যে কাজ করছে ভারত! বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত নিজস্ব স্পেস স্টেশন (Area Station) তৈরির লক্ষ্যে কাজ করছে। জাতীয় মহাকাশ দিবসে (Nationwide Area Day) জাতির উদ্দেশে ভাষণে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশনে সফল অভিযান সেরে দেশে ফিরেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। শনিবার জাতীয় মহাকাশ দিবস উপলক্ষ্যে বলতে গিয়ে তাঁর এই সাফল্যের কথা তুলে ধরেন মোদি। এরপরই ঘোষণা করেন, শীঘ্রই ভারতে একটি মহাকাশচারীদের টিম তৈরি করা হবে। সেখানে তরুণ প্রজন্মকে যোগদানের আহ্বানও জানান তিনি।

এদিন মোদি বলেন, ‘আজ ভারত সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন এবং ইলেকট্রিক প্রপালশনের মতো যুগান্তকারী প্রযুক্তি তৈরির দিকে দ্রুত এগিয়ে চলেছে। শীঘ্রই সকল বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফল হিসেবে ভারতও গগনযান মিশনে যাবে। আগামীদিনে ভারত নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করবে।’

এরপর সম্প্রতি শুভাংশুর সঙ্গে দেখা হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র ৩ দিন আগে আমি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে দেখা করেছি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে তেরঙা উত্তোলন করে তিনি প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছিলেন। তিনি যখন আমাকে তেরঙা দেখাচ্ছিলেন, সেই মুহূর্ত ও অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’ তিনি আরও বলেন, ‘গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুর সঙ্গে আলোচনায় আমি নতুন ভারতের তরুণ প্রজন্মের অসীম সাহস এবং স্বপ্ন দেখেছি। এই স্বপ্নগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ভারতের মহাকাশচারী পুল প্রস্তুত করব। আজ মহাকাশ দিবসে, আমি আমার তরুণ বন্ধুদের এই মহাকাশচারী পুলে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ অগাস্ট ভারতের চন্দ্রযান-৩ মিশন সফল হয়েছিল (Chandrayaan-3)। এদিনই চন্দ্রপৃষ্ঠে বিক্রম ল্যান্ডার সফট ল্যান্ডিং সম্পন্ন করে এবং তারপর প্রজ্ঞান রোভার স্থাপন করে। এই মাইলফলকের মাধ্যমে ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হয়ে উঠেছে। সেই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করা প্রথম দেশ এটি। অবতরণ স্থানটির নামকরণও করা হয়েছিল শিব শক্তি পয়েন্ট। এই সাফল্যকে স্মরণীয় করে রাখতেই ভারত সরকার ২৩ অগাস্ট দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *