উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Assault) ঘটনায় প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে। এই সংকটের সময়ে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘মন কি বাত’ অনুষ্ঠানে (Mann Ki Baat) ফের একবার পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই হামলায় নিহতদের পরিবার যে ন্যায়বিচার পাবেন, সে বিষয়েও আশ্বস্ত করেছেন মোদি। পহেলগাঁওয়ের হামলা সন্ত্রাসে মদতদাতাদের কাপুরুষতার পরিচয় দেয় বলেও কটাক্ষ করেছেন তিনি।
এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, ‘কাশ্মীরে শান্তি ফিরে আসছিল। স্কুল ও কলেজ খুলছিল, উন্নয়নমূলক কাজে অভূতপূর্ব গতি ছিল, গণতন্ত্র শক্তিশালী হয়ে উঠছিল, পর্যটকদের সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছিল, আয় বৃদ্ধি পাচ্ছিল এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছিল। কিন্তু দেশের তথা জম্মু-কাশ্মীরের শত্রুদের তা পছন্দ হয়নি।’ তিনি আরও বলেন, ‘২২শে এপ্রিলের হামলা প্রতিটি ভারতীয়কে কষ্ট দিয়েছে। সে যে রাজ্যেরই হোক বা যে ভাষাতেই কথা বলুক না কেন। আমি শোকাহত পরিবারগুলিকে আশ্বস্ত করছি যে আপনারা ন্যায়বিচার পাবেনই। এই হামলার পিছনে যারা রয়েছে তারা কঠোরতম শাস্তি পাবে। সন্ত্রাসবাদীরা ও তাদের মদতদাতারা এই ষড়যন্ত্র করেছিল কারণ তারা কাশ্মীরকে ধ্বংস করতে চায়।’
এরপরই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে ১৪০ কোটি ভারতীয়ের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের আদর্শকে শক্তিশালী করতে হবে। একটি জাতি হিসেবে আমাদের ইচ্ছাশক্তি প্রদর্শন করতে হবে। সমগ্র বিশ্ব দেখছে পুরো দেশ কীভাবে এক সুরে কথা বলছে। এই জঙ্গি হামলার পর বিভিন্ন বিশ্বনেতারা আমাকে ফোন করে, চিঠি লিখে ঘটনার নিন্দা করেছেন।’
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৭ জনের। এই ঘটনার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। গত বৃহস্পতিবার বিহারের মধুবনীতেও এক সভাতেও প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন যে, সন্ত্রাসবাদীদের ও তাদের সহযোগীদের খুজে বের করে উপযুক্ত শাস্তি দেবে ভারত। সেই থেকে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের খোঁজে অব্যাহত রয়েছে সেনা অভিযান। পহেলগাঁওয়ের ঘটনার পর সন্ত্রাস দমনে যে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত, এদিন মোদির কথায় সেই ইঙ্গিতই পাওয়া গেল।