PM Narendra Modi | আদমপুর এয়ারবেস ও এস-৪০০ নিয়ে বড় দাবি পাকিস্তানের! পোজ দিয়ে ছবি তুলে নস্যাৎ করলেন মোদি

PM Narendra Modi | আদমপুর এয়ারবেস ও এস-৪০০ নিয়ে বড় দাবি পাকিস্তানের! পোজ দিয়ে ছবি তুলে নস্যাৎ করলেন মোদি

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোনওভাবেই সন্ত্রাসবাদকে বরদাস্ত করা হবে না। সোমবার জাতির উদ্দেশে ভাষণ রাখার সময় সে কথা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পাকিস্তানের (Pakistan) উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘পরমাণু ব্ল্যাকমেলও সহ্য করবে না ভারত।’ এই কড়া বার্তার পরই মঙ্গলবার পঞ্জাবের আদমপুর এয়ারবেসে (Adampur Airbase) যান প্রধানমন্ত্রী।

বিশেষজ্ঞদের মতে, এয়ারবেসে প্রধানমন্ত্রীর এই সফরের পেছনেও বিশেষ বার্তা লুকিয়ে রয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভারতের এয়ার ডিফেন্স সুপারহিরো এস-৪০০ অর্থাৎ ‘সুদর্শন চক্র’ এবং আদমপুর এয়ারবেস ক্ষতিগ্রস্ত করার যে দাবি পাকিস্তান তুলেছে, তা যে মিথ্যে তা আরও একবার প্রমাণ করতেই প্রধানমন্ত্রী সশরীরে সেখানে হাজির হন। শুধু তাই নয়, এস-৪০০-এর সামনে দাঁড়িয়ে থাকার ছবি পোস্ট করেন তিনি।

এদিন এক্স হ্যান্ডলে বায়ুসেনা ঘাঁটিতে জওয়ানদের সঙ্গে ছবি পোস্ট করে মোদি লেখেন, ‘মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছিলাম। আমাদের বাহাদুর জওয়ানদের সঙ্গে দেখা করলাম।’ তিনি এও জানান, পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা বীরদের সঙ্গে সাক্ষাৎ তাঁর কাছে এক বিশেষ অভিজ্ঞতা। সেনাবাহিনীর প্রতি দেশ কৃতজ্ঞ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *