উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ আর একবার পশ্চিমবঙ্গের উন্নয়নে গতি দেওয়ার সুযোগ পেয়েছি। সকলেই খুশি যে কলকাতার গণপরিবহণ আধুনিক হচ্ছে। কলকাতাবাসী, বাংলাবাসীকে অনেক শুভেচ্ছা। শুক্রবার মেট্রো রুটের উদ্বোধনের পর দমদমে প্রশাসনিক সভা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
তিনি আরও বলেন, ‘দমদম, কলকাতা (Kolkata) শহরের ভূমিকা অনেক বড়। এই আয়োজন হল আজকের ভারতের শহরের পরিকল্পনা কীভাবে হচ্ছে। এখন থেকে আরও সহজ হবে বিমানবন্দরে পৌঁছোনো।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন ভারতে। কলকাতার গণপরিবহণের খরচ আরও কমল। যাতায়াতের আরও সুবিধা হল। শিয়ালদা, হাওড়ার মতো ব্যস্ত রেলস্টেশনের সঙ্গে মেট্রো জুড়ে গেল। তার ফলে ঘণ্টার সফর এখন কয়েক মিনিটে হয়ে যাবে। একইভাবে বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া সহজ হল।’
এদিন প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করেন সম্প্রসারিত মেট্রোর। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। এরপর তিনি যান দমদমের সেন্ট্রাল জেলের ময়দানে।