PM Narendra Modi | নেহরুর পর মোদি, ইন্দিরা গান্ধিকে টপকে প্রধানমন্ত্রী থাকার তালিকায় দ্বিতীয় স্থানে নমো

PM Narendra Modi | নেহরুর পর মোদি, ইন্দিরা গান্ধিকে টপকে প্রধানমন্ত্রী থাকার তালিকায় দ্বিতীয় স্থানে নমো

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার দেশের ইতিহাসে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ভারতের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে দ্বিতীয় স্থানে নমো। ইন্দিরা গান্ধির (Indira Gandhi) রেকর্ডকে ছাপিয়ে গেলেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে একটানা দায়িত্ব পালনে এদিন ৪০৭৮তম দিন নমোর। এর আগে ইন্দিরা গান্ধি টানা ৪০৭৭ দিন প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম স্থানটি জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) দখলে রয়েছে।

স্বাধীনতার পর থেকে ১৯৬৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। টানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। নেহরুর পর দীর্ঘতম প্রধানমন্ত্রী থাকার নজির রয়েছে ইন্দিরা গান্ধির। প্রথম দফায় তিনি ১১ বছর ৫৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন। পরে ১৯৮০ সালের নির্বাচনে জিতে আরও ৪ বছর ২৯১ দিন প্রধানমন্ত্রী ছিলেন। অন্যদিকে, মোদি ২০১৪ থেকে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। ১১ বছর ৬০ দিন ধরে তিনি ওই পদে রয়েছেন। প্রধানমন্ত্রী হিসাবে একাধিক নজির গড়েছেন নমো। প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে কুর্সিতে থাকার নজির রয়েছে তাঁর। এছাড়াও অহিন্দিভাষী রাজ্য থেকে আসা নেতা হিসাবেও দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী থাকার নজির গড়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *