PM Museum | সিনেমাটিক আইকনের প্রতি শ্রদ্ধা, রাজ কাপুরের আইকনিক ‘লণ্ঠন’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন রণবীর-আদর

PM Museum | সিনেমাটিক আইকনের প্রতি শ্রদ্ধা, রাজ কাপুরের আইকনিক ‘লণ্ঠন’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন রণবীর-আদর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বছরই রাজ কাপুরের (Raj Kapoor) জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করতে দিল্লিতে (Delhi) পাড়ি দিয়েছিল কাপুর পরিবার। সোশ্যাল মিডিয়া পোস্টে সেসব ছবিও দিয়েছিলেন সেলিব্রিটিরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বেজায় খুশি ছিলেন তাঁরা। প্রধানমন্ত্রীও জানিয়েছিলেন যে, বলিউডের ‘স্টার পরিবারে’র সঙ্গে দেখা করে তিনি আপ্লুত। জানা গিয়েছে, সাক্ষাতে কাপুরদের তরফে মোদির হাতে রাজ কাপুরের আইকনিক ‘লণ্ঠন’ তুলে দেওয়া হয়েছে। ‘লণ্ঠন’ মোদির হাতে তুলে দেন কাপুরদের বর্তমান প্রজন্মের দুই ভাই রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আদর জৈন (Aadar Jain)।

১৯৬০ সালের হিন্দি ছবি ‘জিস দেশ মে গঙ্গা বহেতি হ্যায়’তে রাজ কাপুর সেই লণ্ঠনটি এক গুরুত্বপূর্ণ দৃশ্যে ব্যবহার করেছিলেন। সে বিষয়টি প্রায় সকলেরই জানা। সেই লণ্ঠনটিই প্রধানমন্ত্রীর সংগ্রহশালায় (PM Museum) রাখার জন্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। ১ মার্চ থেকে তা দেখা যাবে মিউজিয়ামে। বংশানুক্রমে এই ‘লন্ঠন’ সযত্নে রেখেছিলেন কাপুররা।

প্রধানমন্ত্রী সংগ্রহশালার তরফে জানানো হয়েছে, ভারতীয় সিনেজগতের অন্যতম প্রাণপুরুষ রাজ কাপুর। এই লণ্ঠনটি দর্শকদের আকর্ষণ করবে, যাঁরা ভারতের সিনেমার ইতিহাস সম্পর্কে আরও জানতে চান। এটি বলিউডে কাপুর পরিবারের উত্তরাধিকার সম্পর্কেও জানতে সাহায্য করবে। এই লণ্ঠন শুধু ভারতীয় সিনেমায় রাজ কাপুরের অবদানের প্রতিনিধিত্ব করে না, বরং দেশের ঐতিহ্য এবং বর্তমান সংস্কৃতিরও সংযোগস্থাপন করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *