PM Modi sat beside Muhammad Yunus at BIMSTEC dinner

PM Modi sat beside Muhammad Yunus at BIMSTEC dinner

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাছে, তবু দূরে। পাশাপাশি বসলেও কথা বললেন প্রতিবেশী দুই দেশের প্রধান। বিমস্টেক সম্মেলনে যোগ দিলেও বাক্যবিনিময় হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসের। যদিও দুজনের বৈঠক হবে বলে আশাবাদী ঢাকা। তবে নয়াদিল্লির তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি।

এপ্রিল মাসের ২ থেকে ৪ তারিখ থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মোদি-ইউনুস দুজনেই যোগ দিয়েছেন সেখানে। দুই রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে যোগ দেবেন, সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়, এই আন্তর্জাতিক সামিটের ফাঁকেই কী আলাদা করে বৈঠকে বসবেন দু’জনে? তার মধ্যেই পড়শি দেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন বলেন, মোদি- ইউনুসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চায় বাংলাদেশ। তার জন্য ইতিমধ্যেই ভারতের কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও দাবি করেন তৌহিদ। যদিও বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আপাতত এই বিষয়ে বলার মতো আমার কাছে কোনও তথ্য নেই।”

উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে বাংলাদেশে। ব্যাপক গণ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর গদি হারিয়েছেন শেখ হাসিনা। আওয়ামি লিগ সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আর এই রাজনৈতিক পালাবদলে ধাক্কা খেয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্ব। এমনকি পদ্মাপাড়ে যেভাবে নৃশংস অত্যাচার হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর, তার প্রবল নিন্দা করেছে ভারত। চিন্ময় প্রভুর গ্রেপ্তারির বিরুদ্ধেও সুর চড়িয়েছে বিদেশমন্ত্রক।

অশান্তির আবহে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মোদি-ইউনুস। অধিবেশনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন বাংলাদেশের উপদেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি। তারপরে ফের বিমস্টেকের মঞ্চে মুখোমুখি হলেন মোদি-ইউনুস। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংত্রাম শিনওয়াত্রার আয়োজিত নৈশভোজে পাশাপাশি বসেছিলেন তাঁরা। কিন্তু দুজনের কোনও কথা হয়নি। সূত্রের খবর, শুক্রবার হয়তো দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন দুই রাষ্ট্রপ্রধান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *