উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীরের পহলগামে পাকিস্তানি জঙ্গিরা ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করেছিল। তার প্রতিশোধ ছিল ‘অপারেশন সিঁদুর’। শনিবার নিজের নির্বাচনি এলাকা বারাণসীতে একটি সমাবেশে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য মহাদেবের চরণে উৎসর্গ করেছেন এবং এটিকে ‘প্রতিশ্রুতি পূরণ’ বলে অভিহিত করেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদি পহলগাম জঙ্গি হামলাকে ‘বেদনাদায়ক মুহূর্তগুলির একটি’ বলেও মন্তব্য করেছেন। তিনি জানান, এই হামলা তাঁর হৃদয় ভেঙে দিয়েছে।
প্রধানমন্ত্রীর কথায়, ‘অপারেশন সিঁদুরের পর এই প্রথম আমি কাশীতে এসেছি। পহলগামে জঙ্গিরা ২৬ জন নিরীহ নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে। এতে আমার হৃদয় বেদনায় ভরে গিয়েছে। আমি আমার মেয়েদের সিঁদুরের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম এবং মহাদেবের আশীর্বাদে তা পূরণ করেছি। আমি অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবের চরণে উৎসর্গ করছি।’ জঙ্গিরা ‘পাতালে লোকে’ আশ্রয় নিলেও রেহাই পাবে না বলে এদিন হুঁশিয়ারি দেন মোদি।
The publish PM Modi on Operation Sindoor | ‘মহাদেবের আশীর্বাদে পহলগাম হামলার প্রতিশোধ নিতে পেরেছি’, বারাণসীতে মন্তব্য প্রধানমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad.