PM Modi-Muhammad Yunus | এবার মোদির সঙ্গে ইউনূসের বৈঠক চায় বাংলাদেশ! কী জানালেন পড়শি দেশের বিদেশ উপদেষ্টা?

PM Modi-Muhammad Yunus | এবার মোদির সঙ্গে ইউনূসের বৈঠক চায় বাংলাদেশ! কী জানালেন পড়শি দেশের বিদেশ উপদেষ্টা?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জট কাটাতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের (PM Modi-Muhammad Yunus) বৈঠক চাইছে বাংলাদেশ (Bangladesh)! এমনটাই ইঙ্গিত মিলল পড়শি দেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের কথায়। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপদেষ্টা মহম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চায় বাংলাদেশ। তার জন্য ইতিমধ্যেই ভারতের (India) কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আগামী মাসে ব্যাংককে ষষ্ঠ BIMSTEC সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাবেন মোদি-ইউনূস। আগামী মাসের ২ থেকে ৪ তারিখ এই সম্মেলন চলবে। সেই সময় দুই নেতা যাতে মুখোমুখি বৈঠকে বসতে পারেন তার জন্য নয়াদিল্লিকে প্রস্তাব পাঠিয়েছে ঢাকা। তৌহিদ জানিয়েছেন, BIMSTEC সম্মেলন চলাকালীন দুই দেশের প্রধানের মধ্যে যেন একটি বৈঠক আয়োজন করা হয়, এনিয়ে ভারতের কাছে কূটনৈতিকভাবে আবেদন জানানো হয়েছে। এনিয়ে ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এর আগে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মোদি-ইউনূস। অধিবেশনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন বাংলাদেশের উপদেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তবে তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ফেব্রুয়ারি মাসেও ইন্ডিয়ান ওশান কনফারেন্সে আলোচনা হয় তাঁদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *