PM Modi-Kamla Persad-Bissessar | পড়লেন শাড়ি, পাঠ করলেন মোদির লেখা কবিতা! কে এই ত্রিনিদাদ টোবাগোর প্রধানমন্ত্রী কমলা?

PM Modi-Kamla Persad-Bissessar | পড়লেন শাড়ি, পাঠ করলেন মোদির লেখা কবিতা! কে এই ত্রিনিদাদ টোবাগোর প্রধানমন্ত্রী কমলা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চদেশীয় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি পৌঁছেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ ও টোবাগোতে। উপহার হিসেবে নিয়ে গিয়েছেন মহাকুম্ভের জল এবং রাম মন্দিরের একটি প্রতিরূপ। প্রধানমন্ত্রী নিজের হাতে উপহার তুলে দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসারের (PM Modi-Kamla Persad-Bissessar) হাতে। আর শুক্রবারই ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি কবিতা উদ্ধৃত করেছেন তাঁর গুজরাটি বই ‘আঁখ আ ধন্যা চে’ (অর্থাৎ ‘ধন্য এই চোখ’) থেকে।

কবিতাটির উদ্ধৃত পংক্তিগুলি ভারতের প্রধানমন্ত্রীর স্মৃতি, অতীত সংগ্রাম এবং ভাগ করা অভিজ্ঞতার শক্তির প্রতিফলন ঘটায়। কবিতাটি অতীতের দিকে ফিরে তাকানোর কথা বলে। কঠিন সময়ে একসঙ্গে যাঁরা হেঁটেছিলেন তাঁদের স্মরণ করে এবং কীভাবে সেই স্মৃতিগুলি একজনের যাত্রার অংশ হয়ে ওঠে।

প্রসঙ্গত, গতকাল ত্রিনিদাদ ও টোবাগোতে প্রধানমন্ত্রী মোদিকে (PM Narendra Modi) উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসর (Kamla Persad-Bissessar), ৩৮ জন মন্ত্রী এবং চারজন সাংসদ তাঁকে পিয়ারকো আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। ত্রিনিদাদ ও টোবাগোর প্রায় ৪০% মানুষ ভারতীয় বংশোদ্ভূত। ভারতের বিদেশ মন্ত্রকের মতে, দেশে প্রায় ৫,৫৬,৮০০ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করে। যার মধ্যে ১,৮০০ জন অনাবাসী ভারতীয় (এনআরআই) রয়েছেন। বাকিরা ১৮৪৫ থেকে ১৯১৭ সালের মধ্যে ভারত থেকে অভিবাসী হয়ে আসা চুক্তিবদ্ধ শ্রমিকদের বংশধর। ভারতের যোধপুরের চেয়েও ছোট একটি দেশ এই ত্রিনিদাদ ও টোবাগো। ভারতীয় ঐতিহ্যের গভীর প্রভাব তাঁদের খাদ্য, সংগীত, ভাষা এবং ধর্মীয় উৎসবে এখনও স্পষ্টভাবে দেখা যায়। প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছেন যে, ত্রিনিদাদ ও টোবাগোতে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত ওসিআই (Abroad Citizen of India) কার্ড দেওয়া হবে।

কমলা প্রসাদ-বিসেসরের রাজনৈতিক জীবনের শুরু ১৯৮৭ সালে। তিনি ক্যারিবীয় দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলও বটে। এর পাশাপাশি তিনি ভারত ও বৃহত্তর উপমহাদেশের বাইরে প্রধানমন্ত্রী হওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *