উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী এক দশকে ভারতে ১০ ট্রিলিয়ন ইয়েন (জাপানি মুদ্রা) (প্রায় ৬০,০০০ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান (Japan)। জাপান সফরে গিয়ে একথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Japan Go to)। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে এই মর্মে দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদি জানান, ‘আমারা কৌশলগত এবং গ্লোবাল পার্টনারশিপে নতুন এবং সোনালি অধ্যায়ের ভিত্তিস্থাপন করছি। পরবর্তী দশকের জন্য আমাদের রোডম্যাপ প্রস্তুত। আগামী এক দশকে জাপান ভারতে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে।’ জানা গিয়েছে, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, সেমিকনডাক্টর, বিরল খনিজ সহ একাধিক ক্ষেত্রে এই বিনিয়োগ করবে জাপান। ডিজিটাল পার্টনারশিপ, মহাকাশ অভিযানের ক্ষেত্রেও ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী জাপান।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে উত্তেজনার আবহে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে দুই দিনের বার্ষিক দ্বিপাক্ষিক সফরে জাপানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। জাপান সফর শেষে তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দিতে চিনের তিয়েনজিনে যাবেন বলে খবর।