PM Modi | এসসিও সম্মেলনের আগে জেলেনস্কির সঙ্গে ফোনালাপ মোদির, কী কথা হল দুই রাষ্ট্রনেতার?

PM Modi | এসসিও সম্মেলনের আগে জেলেনস্কির সঙ্গে ফোনালাপ মোদির, কী কথা হল দুই রাষ্ট্রনেতার?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার ঠিক একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার এই ফোনালাপে চলতি ইউক্রেন সংঘাত এবং তা নিরসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টার বিষয়টি গুরুত্ব পায় বলে জানা গিয়েছে।

শনিবার সন্ধ্যায় এই কথোপকথনের পর প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানান হয়েছে, প্রধানমন্ত্রী মোদি ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে জেলেনস্কির সঙ্গে মতবিনিময় করেন। এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ভারতের দৃঢ় অবস্থানের কথা তিনি পুনরায় নিশ্চিত করেন। শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য সকল প্রচেষ্টায় ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জেলেনস্কির সঙ্গে ফোনালাপের কিছু সময় পর মোদি তাঁর এক্স (পূর্বের টুইটার) পোস্টে লেখেন, “আজ এই ফোন কলটির জন্য রাষ্ট্রপতি জেলেনস্কিকে ধন্যবাদ। আমরা চলতি সংঘাত, এর মানবিক দিক এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে মতামত বিনিময় করেছি। ভারত এই প্রচেষ্টায় পূর্ণ সমর্থন জানাচ্ছে।”

জেলেনস্কি তাঁর এক্স (পূর্বের টুইটার) পোস্টে এই কথোপকথনকে “ফলপ্রসূ এবং গুরুত্বপূর্ণ” বলে অভিহিত করেন। তিনি জানান, সাম্প্রতিককালে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর যে আলোচনা হয়েছে, সে বিষয়ে তিনি মোদিকে অবহিত করেছেন। উল্লেখ্য, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও মোদিকে ফোন করে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে জানিয়েছিলেন। প্রসঙ্গত, ১৫ অগাস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও তাতে কোনও সুনির্দিষ্ট ফল আসেনি। এই আবহে সম্প্রতি ইউক্রেনে রুশ হামলার তীব্রতা বৃদ্ধির কারণে জেলেনস্কি হতাশা প্রকাশ দাবি করেন, পুতিন সম্ভবত শান্তি চান না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *