উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও আমেরিকার মধ্যে চলতি বাণিজ্যিক উত্তেজনার মাঝেও দুই দেশের সম্পর্ক অত্যন্ত মজবুত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। তাঁর মতে, কিছু বিক্ষিপ্ত মন্তব্য এই শক্তিশালী বন্ধুত্বকে প্রভাবিত করতে পারবে না। ট্রাম্প প্রশাসন কর্তৃক ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ এবং রাশিয়ার তেল ক্রয় নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেন।
গোয়েল একটি সাক্ষাৎকারে বলেছেন যে, “কিছু মন্তব্য সাময়িকভাবে উদ্বেগ সৃষ্টি করলেও, ভারত-মার্কিন বন্ধুত্ব কয়েকটা বিচ্ছিন্ন মন্তব্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই সম্পর্ক বহুমুখী এবং সময়ের সঙ্গে আরও দৃঢ় হবে।” তিনি দাবি করেন, দুই দেশের মধ্যেকার সম্পর্কটি পারস্পরিক বিশ্বাস ও মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত।
বাণিজ্য আলোচনা (Commerce talks) ভেস্তে যাওয়ার কারণ সম্পর্কে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের কৃষক বা মৎস্যজীবীদের ক্ষতি হবে, এমন কোনও পদক্ষেপই গ্রহণযোগ্য নয়। আমরা আমাদের কৃষক, মৎস্যজীবী বা দেশের স্বার্থে কখনোই আপস করব না।” যদিও গোয়েল আশা প্রকাশ করেছেন যে, আগামী কয়েক মাসের মধ্যে উভয় দেশই সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে।