Pinarayi Vijayan | চিকিৎসা করাতে আমেরিকায় কেরলের কমিউনিস্ট মুখ্যমন্ত্রী, সমালোচনায় বিদ্ধ স্বাস্থ্য দপ্তর

Pinarayi Vijayan | চিকিৎসা করাতে আমেরিকায় কেরলের কমিউনিস্ট মুখ্যমন্ত্রী, সমালোচনায় বিদ্ধ স্বাস্থ্য দপ্তর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনি কমিউনিস্ট। কথায় কথায় মার্কিন সাম্রাজ্যবাদের মুণ্ডুপাত করাই তার দল সিপিআইএমের ঘোষিত নীতি। এবার কেরলের সেই হেন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নই (Pinarayi Vijayan) নিজের চিকিত্সা করাতে যাচ্ছেন মার্কিন মুলুকে। শুক্রবার রাতেই তাঁর রওনা হওয়ার কথা। দুবাইতে বিশ্রাম নিয়ে সোজা আমেরিকায় পৌঁছবেন তিনি।  মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার মেয়ো ক্লিনিকে ১০ দিন ধরে তাঁর চিকিত্সা হবে বলে সূত্রের খবর। আর বিজয়নের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাত্রা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন কথায় কথায় আমেরিকাকে ‘পুঁজিবাদের দালাল’ বলে সমালোচনা করা আর সেখানেই চিকিৎসা পরিষেবা নিতে যাওয়াটা একধরনের দ্বিচারিতা।

আবার কেউ কেউ বলছেন, বিগত বেশ কিছুদিন ধরেই কেরলের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে বৃহস্পতিবার কেরলের কোট্টায়াম মেডিকেল কলেজের একটি ভবন ধসে পড়ে একজনের মৃত্যু হয়। যার জেরে কেরলের বিভিন্ন মেডিকেল কলেজগুলোর পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে মেডিকেল কলেজগুলিতে চিকিৎসা সরঞ্জামের অভাবও প্রকাশ্যে এসেছে। ফলে প্রবল চাপের মুখে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। এরই মধ্যে বিজয়নের মার্কিন মুলুকে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়ার খবরে বিতর্ক আরও বেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *