উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমের দিনে ত্বকে ব্রণর সমস্যা বাড়ে (Pimples Drawback)। তবে রোজের বেশ কিছু অভ্যাস ত্বকে ব্রণর সমস্যা কিন্তু আরও বাড়িয়ে তোলে। রোজের কোন কোন অভ্যাসের কারণে এই সমস্যা বাড়ে জানুন…
ফেসওয়াশের ব্যবহার
সব সময় মুখ জল দিয়ে ভিজিয়ে, হাতে ফেসওয়াশ ভালো করে মেখে নিন। তারপর মুখে মাখুন। কারণ, একেবারে শুকনো মুখে ফেসওয়াশ মাখলে তা ত্বকে সমানভাবে ছড়িয়ে পড়তে পারে না। অসমভাবে ত্বকের এক জায়গায় বেশি পরিমাণ ফেসওয়াশ লেগে থাকলে ত্বক শুষ্ক হয়ে যেতেই পারে। তাছাড়া ভুল ফেসওয়াশ ব্যবহার করলে ত্বকের সমস্যা বাড়তে পারে।
বারবার মুখ ধোয়া
ঠান্ডা জলে মুখ ধোয়ার অভ্যাস ভালো। তবে বারবার মুখ ধুতে থাকলে বা মুখে গরম জল দিলে ত্বক ভিতর থেকে শুকিয়ে যেতে থাকে। উন্মুক্ত রন্ধ্রের সমস্যাও বাড়ে।
মেকআপ না তুলেই ঘুম
অনেকেই রাতে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। ত্বকের উপর সারা রাত মেকআপের পরত থাকলে ত্বক ঠিকভাবে শ্বাস নিতে পারে না। মৃত কোষের পরতও পুরু হতে থাকে। ফলে ত্বক জেল্লা হারায়।
ঘষে ঘষে ঘাম মোছা
গরমে রুমাল বা খসখসে তোয়ালে দিয়ে ঘষে ঘষে মুখ মোছেন অনেকে। এতে ত্বকের তৈলগ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়, কোষ নষ্ট হতে থাকে। বারবার মুখ ধোয়া ও ঘষে মুখ মোছার কারণে ত্বকে র্যাশের সমস্যাও বাড়তে পারে।