Phytosaur | জুরাসিক পার্ক? জয়সলমীরে মিলল ২০ কোটি বছরের পুরনো ফাইটোসরের জীবাশ্ম!

Phytosaur | জুরাসিক পার্ক? জয়সলমীরে মিলল ২০ কোটি বছরের পুরনো ফাইটোসরের জীবাশ্ম!

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজস্থানের জয়সলমীরের কাছে একটি গ্রামে প্রায় ২০ কোটি বছর পুরনো ফাইটোসরের (Phytosaur) একটি সুসংরক্ষিত জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। এটি ভারতে ফাইটোসরের প্রথম সুসংরক্ষিত নমুনা। গত সপ্তাহে স্থানীয় গ্রামবাসীরা একটি হ্রদের কাছে খনন করার সময় প্রায় দুই মিটার লম্বা এই জীবাশ্মটি খুঁজে পান। জীবাশ্মটির পাশাপাশি একটি জীবাশ্মযুক্ত ডিমও পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন ডিমটি ওই সরীসৃপেরই।

যোধপুরের জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জীবাশ্মবিদ ও আর্থ সায়েন্স সিস্টেমের ডিন অধ্যাপক ভিএস পরিহার জানিয়েছেন, ফাইটোসরটি দেখতে কুমিরের মতো হলেও, দুই প্রজাতির মধ্যে কোনও সম্পর্ক নেই। তিনি আরও বলেন, “এই জীবাশ্মটি একটি মাঝারি আকারের ফাইটোসরের ইঙ্গিত দেয় যা সম্ভবত লক্ষ লক্ষ বছর আগে এখানকার কোনও নদীর পাশে বাস করত এবং মাছ খেত।”

ভূতত্ত্ববিদ ডঃ নারায়ণ দাস ইনাখিয়া জানান, জুরাসিক যুগের এই আবিষ্কার প্রমাণ করে যে একসময় থর মরুভূমিতে প্রচুর জলজ জীবন ছিল। তিনি বলেন, জয়সলমেরের এই অঞ্চলটি ‘লাঠি ফর্মেশন’-এর অংশ, যা ইঙ্গিত দেয় যে এখানে একসময় একটি নদী এবং একটি সমুদ্র ছিল। ডঃ ইনাখিয়া জয়সলমেরকে একটি ভূতাত্ত্বিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাবও দিয়েছেন।

উল্লেখ্য, এই অঞ্চলে এর আগেও বেশ কিছু জীবাশ্মের সন্ধান মিলেছে, যার মধ্যে রয়েছে থিয়াত গ্রামের হাড়ের জীবাশ্ম, একটি ডাইনোসরের পায়ের ছাপ এবং ২০২৩ সালে উদ্ধার হওয়া একটি সুসংরক্ষিত ডিম। এই নতুন আবিষ্কারটি ভারতের প্রত্নতত্ত্ববিদ ও বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *