PCB Message To BCCI | আর ভিক্ষা চাইব না, বিসিসিআইকে বার্তা পিসিবির

PCB Message To BCCI | আর ভিক্ষা চাইব না, বিসিসিআইকে বার্তা পিসিবির

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আরও একবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India-Pakistan)। আগামী মাসে এশিয়া কাপে (Asia Cup) খেলবে এই দুই দল। তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) জানিয়েছেন, দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে তাঁরা আর ভিক্ষা করবেন না। উল্লেখ্য ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ রয়েছে।

এত বছর ধরে পাকিস্তান বার বার খেলার অনুরোধ করলেও ভারত তাতে রাজি হয়নি। পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট সম্পর্ক কেমন হবে? ইতিমধ্যে সেনিয়ে স্পষ্ট নির্দেশিকা এসেছে মোদি সরকারের থেকে। বহুদেশীয় টুর্নামেন্টগুলিতে ভারত-পাক ম্যাচ হবে, কিন্তু দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হবে না। এরপর পাক বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা আর আগ বাড়িয়ে ভারতকে খেলার জন্য আর অনুরোধ করবেন না।

জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর নকভি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। এশিয়া কাপ শুরু হওয়ার আগে লাহোরে এক সাংবাদিক বৈঠকে নকভি বলেন, একটা কথা পরিষ্কার করতে চাই, এর পর যা আলোচনা হবে তা দু’পক্ষের সম্মতিতে হবে। আমরা আর ভারতের কাছে ভিক্ষা করব না।

২০০৮ সালের পর পাকিস্তানে আর খেলতে যায়নি ভারত। পাকিস্তান অবশ্য ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে। ২০২৫ সালে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছে। তখনই আইসিসি জানিয়েছিল, আপাতত ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানও ভারতে খেলতে আসবে না। সেই মতো চলতি বছর এশিয়া কাপের আয়োজক ভারত হলেও প্রতিযোগিতা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। চলতি বছরে মহিলাদের এক দিনের বিশ্বকাপ ও আগামী বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপও ভারতে হবে। দুটো প্রতিযোগিতায় পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এদিকে ভারত-পাকিস্থানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *